দেশের মাত্র ৩৫ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিতে পারে, বাকিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলে জানিয়েছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের (ডিজিএমএস) মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রশীদ উন নবী এসব কথা বলেন। মেজর জেনারেল রশীদ উন নবী বলেন, ডব্লিউএইচও ফ্লোরে চিকিৎসা দেওয়াকে সমর্থন করে না। কিন্তু আমাদের সক্ষমতা কম, তাই ফ্লোরেও রোগীদের চিকিৎসা দিতে হয়। না হলে টাকার অভাবে ওই রোগীরা কোথায় যাবে? এ সময় সরকারি হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরে ডিজিএমএস মহাপরিচালক বলেন, মিডফোর্ড হাসপাতালে বেড ৬০০ থেকে ৯০০ করা হলেও অবকাঠামো সেভাবে বাড়েনি, অথচ রোগী থাকে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ জন।...