কাবুল, হেরাত ও কান্দাহারে ইন্টারনেট সংযোগে সবচেয়ে বেশি বিঘ্ন ঘটেছে। তালেবান নেতৃত্বের নীতি ক্রমশ কঠোর হচ্ছে। এই মাসে, কর্তৃপক্ষ জাতিসংঘে কর্মরত নারীদের তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছে। এর আগে, নারীদের অনেক পেশা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং মেয়েদের উচ্চ বিদ্যালয়ে যাওয়াও বন্ধ করা হয়েছে। তালেবান কর্তৃপক্ষ বলছে, তারা তাদের ইসলামি আইনের ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান করে। আফগানিস্তানের বাইরে অবস্থানরত নারী অধিকার কর্মী সানাম কবিরি বলেন, তালেবান ইতিমধ্যেই নারীদের জন্য স্কুল, বিশ্ববিদ্যালয়, বিনোদন এবং ক্রীড়া সুবিধা বন্ধ করে দিয়েছে। কবিরি সাংবাদিকদের কাছে একটি ভিডিও পোস্টে বলেন, ‘তালেবানরা জনগণের ওপর দমন-পীড়ন চালানোর জন্য তাদের হাতে থাকা প্রতিটি হাতিয়ার ব্যবহার করছে। এই অজ্ঞ পুরুষরা আমাদের নিপীড়িত মানুষের কাছ থেকে আর কী চায়?’ যাদের কাজের জন্য বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে, এমন অনেক...