ঢাকা: ব্যাংক খাতে অর্থ লুটপাটের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল ও অর্থ লোপাটসংক্রান্ত নানা অভিযোগ জমা পড়ছে। দুদক এখন এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।দুদক মহাপরিচালক আরও জানান, প্রতিটি অভিযোগ পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।এ সময় তিনি আরও বলেন, ৫৩ কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং...