বাংলাদেশ বনাম হংকং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের টাইটেল স্পন্সর হয়েছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপের অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর হবে টেকনো। এর আগে এ বছর বাংলাদেশ বনাম ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের স্পনসরশিপের পর এটি টেকনোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। টেকনোর পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যাত্রা অব্যাহত রাখতে পেরে আমরা...