ব্যবসায়ীদের ঝামেলাহীন পেমেন্ট সুবিধা দিতে ‘ইন্সটা পে’ চালু করেছে পাঠাও কুরিয়ার সার্ভিস। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, এর মাধ্যমে পণ্য ডেলিভারির সঙ্গে সঙ্গে টাকা চলে যাবে পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে। আর প্রয়োজনে সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা টাকা তুলে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছুটির দিন বা দুর্গাপূজার সময়েও এ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। ফিচারটি চালু করতে মার্চেন্ট প্যানেলে ‘ইনেইবল ইনস্টাপে’ চাপতে হবে। ব্যবসায়ীরা সাত দিন ফ্রি এটি উপভোগ করতে পারবেন। ‘ইন্সটা পে’-তে পেমেন্টের জন্য দুই থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে না।” পাঠাও কুরিয়ার বলছে, ই-কমার্স মার্চেন্টদের জন্য ‘ইন্সটা পে’ পরিচালনা আর খরচ ম্যানেজ করা সহজ...