আর্সেনালের রক্ষণভাগের ভরসা উইলিয়াম সালিবা দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন। লন্ডনের ক্লাবটিতে ‘আরও পাঁচ বছর’ থাকবেন তিনি। ফরাসি ডিফেন্ডারের সঙ্গে নতুন চুক্তির খবর মঙ্গলবার নিশ্চিত করেছে আর্সেনাল। তাদের বিবৃতিতে অবশ্য চুক্তির মেয়াদ জানানো হয়নি। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের নতুন চুক্তি ২০৩০ সালের জুন পর্যন্ত। এতে সালিবার রেয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনের ইতি ঘটল আপাতত। ২০০৪ সালের পর আর কখনও প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি আর্সেনাল। দীর্ঘ খরা কাটানোর অভিযানে আর্তেতার দলের খুব গুরুত্বপূর্ণ...