ঋষভ শেঠির ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। এবার দেখা যাচ্ছে সিনেমাটি প্রথমবারের তুলনায় সিক্যুয়েলে আরও বেশি সাড়া পাচ্ছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কান্তার’ ব্লকবাস্টার হিট সিনমো ছিল। মাত্র ১৬ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এখন এর পরের কিস্তি ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তি পেতে যাচ্ছে। তাই দর্শকরা এরই মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। নির্মাতা সিনেমার সিক্যুয়েল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির দিনের ৫ হাজার ১৯৫টি শো ভারতজুড়ে থাকছে। এরপর দর্শকরা কতটা সাড়া দেন সেই অনুযায়ী এই শোগুলো বাড়াতে বা কমাতে পারেন প্রেক্ষাগৃহের মালিকরা। কিন্তু অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান বিচার করলে, স্ক্রিন সংখ্যা কমার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েবসাইট...