সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি হলো, পয়লা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোরব ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। দেশের অন্যতম প্রধান ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথে কোন কর্মসূচি রাখা হয় নাই। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে দলটির মহাসচিব বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার, বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি। জাতীয় ঐকমত্য...