দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাক্ষাৎ করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: পিআইডি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সঙ্গে সাক্ষাৎকালে পরিদর্শন বইয়ে সই করেন। ছবি: পিআইডি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা। ছবি: পিআইডি নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রবার্ট এফ.কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডি-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ছবি: পিআইডি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে...