আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ এ শিক্ষার্থীদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন। তিনি বলেন, রাজনীতিবিদের কাজ কি শুধু মিটিং-মিছিল ও মহাসমাবেশ করা? শিক্ষার্থীরাই হতে পারে নতুন রাজনীতিবিদ, ভালো দলে নেতৃত্বে দেওয়া। কারণ ৫ আগস্টের পর রাজনীতিবিদের মাঝে যে গুনগত পরিবর্তণ দরকার ২৪এর জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যা সমাজে খুবই প্রয়োজন ছিল। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউনহল অডিটেরিয়ামে আলফা ষ্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটি কর্তৃক আয়োজিত জেলার এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত পাচঁশতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি নেতা এ্যানি। এ্যানী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে এ প্রজন্ম এসএসসি বলেন, এইচএসসি বলেন, পরীক্ষার সময় পড়া লেখা কি হবে, খাতায় কি লিখবে, তার ছেয়ে গুরুত্বপূর্ণ ছিলো রেজাল্ট এ প্লাস এর নিচে দেওয়া যেতো না।...