দেশের দক্ষিণাঞ্চলের জমিতে যে মাত্রারিক্ত লবণাক্ততা রয়েছে, সেই বাস্তবতায় কৃষকদের জন্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় সহায়তার তাগিদ এসেছে এক সেমিনারে। মঙ্গলবার ঢাকার বনানীর হোটেল শেরাটনে ‘ব্রেকিং দ্য সল্ট ব্যারিয়ার: রিরাইটিং দ্য স্টোরি অব স্যালাইন ল্যান্ডস ইন সাউদার্ন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বলা হয়, দেশের মোট ভূমির ৩০ শতাংশের বেশি উপকূলীয় এলাকায়। এর অর্ধেকের বেশি জায়গা পড়ে আছে লবণাক্ততা আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসজনিত লবণাক্ততা কমিয়েছে কৃষি উৎপাদন; হুমিকির মুখে ফেলেছে খাদ্যনিরাপত্তাকে। লবণাক্ত জমিকে আবাদযোগ্য করার পথনকশা তুলে ধরতে এ সেমিনার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ডএইড। এতে সরকারি কর্মকর্তা, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমান বলেন, তিনি দক্ষিণাঞ্চলের মানুষ। সে কারণে লবণাক্ততা কীভাবে...