৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবারের গ্রীষ্মে হোম সিরিজে কমানো হয়েছে ম্যাচের সংখ্যা। সিরিজে পাঁচটির পরিবর্তে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অনুষ্ঠিত হবে। ইএসপিএনক্রিকইনফোর রিপোর্টে বলা হয়, ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নতুন সূচী অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে এই সিরিজ শেষ হবে। এ কারণে দুটি ম্যাচ সূচী থেকে বাদ দেয়া হয়েছে। কেপ টাউনের নিউল্যান্ডস ও ইস্ট লন্ডনের বাফালো পার্কে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি পার্লের বোলান্ড পার্ক, সেঞ্চুরিয়াসের সুপার স্পোর্ট পার্ক ও জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হবে। এবার হোম সিরিজে কোন ওয়ানডে ক্রিকেট থাকছে না। শেষ...