নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ জরুরি নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে—১ ও ২ অক্টোবর, দুর্গাপূজার ছুটির দিনগুলিতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় লোকবল ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।এর উদ্দেশ্য হলো দেশের বাণিজ্য ও পণ্য সরবরাহ চেইনে বিঘ্ন না ঘটানো। এর আগেও, ঈদুল ফিতরসহ বিভিন্ন জাতীয় ছুটির সময় সীমিত আকারে কাস্টমস কার্যক্রম চালু রাখা হয়েছিল, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত না ঘটে। ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার): নিয়মিত সাপ্তাহিক ছুটি ফলে সরকারি কর্মচারীদের টানা চার দিনের ছুটি থাকছে,...