ঢাকা: গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন তা দেড় থেকে দুই টাকা পর্যন্ত গড়িয়েছে। চাঁদাবাজির সঙ্গে নতুন পক্ষ যেমন যুক্ত হয়েছে, তেমনি আগের জড়িতরাও এখনো সক্রিয়। এদের অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য বলেও উল্লেখ করেন তিনি।অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি দমন করতে হলে রাজনৈতিক প্রতিশ্রুতি এবং একটি কার্যকর রাজনৈতিক সরকারের প্রয়োজন, কারণ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব নয়।আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেয়া হতো, এখন দেড় টাকা, দুই টাকা নেয়া হচ্ছে। গত...