ইদানীং একটি কথা আমরা প্রায়ই শুনে থাকি—‘রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি না করতে পারলে রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন।’ কথাটির ভেতরে বাস্তবতা আছে। কারণ রাজনীতির মঞ্চে কেবলমাত্র সৎ কাজ কিংবা নীতির ভিত্তিতে নয়, বরং গল্প, ব্যাখ্যা, দৃষ্টিভঙ্গি এবং মানুষের মনে দাগ কাটার মতো ব্যাখ্যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। যে দল বা নেতৃত্ব তার রাজনৈতিক দর্শনকে মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারে, তারাই অনেক সময় টিকে যায়। এ কারণেই ন্যারেটিভের গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন ন্যারেটিভ সত্য ও ন্যায়ের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে; যখন ন্যারেটিভকে কেন্দ্র করে বিভাজন, প্রতিহিংসা এবং গোষ্ঠীগত রাজনীতি সমাজে শিকড় গেড়ে বসে। ন্যারেটিভ বাস্তবে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে সহায়ক হলেও কখনোই প্রকৃত মুক্তি দেয় না। কারণ মুক্তি আসে ন্যায়নীতি, সুশাসন ও...