সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করতে হলে এখন শুধু পাসপোর্ট আর মেডিকেল রিপোর্ট যথেষ্ট নয়। ‘তাকামুল’ নামে একটি পেশাগত দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক হয়ে উঠেছে। এই পরীক্ষায় পাশ না করলে ভিসা বাতিল, চাকরি বাতিল সবই সম্ভব। ফলে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। দক্ষতা ছাড়া সৌদি যাওয়া এখন প্রায় অসম্ভব। ‘তাকামুল’ হলো সৌদি সরকারের একটি স্কিল সার্টিফিকেশন কর্মসূচি, যার মাধ্যমে বিদেশি শ্রমিকদের পেশাগত দক্ষতা যাচাই করা হয়। এটি মূলত কারিগরি, নির্মাণ, ইলেকট্রিক, প্লাম্বিং, মেকানিক, হোটেল পরিষেবা ইত্যাদি খাতে প্রযোজ্য। বাংলাদেশি শ্রমিকদের প্রস্তুতির ৫টি গুরুত্বপূর্ণ ধাপ— পেশা অনুযায়ী কোর্স নির্বাচন: যে পেশায় আপনি সৌদি আরবে কাজ করতে চান, সেই অনুযায়ী কোর্স বেছে নিতে হবে। যেমন— ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, হাউজকিপার ইত্যাদি। প্রশিক্ষণ গ্রহণ: সরকারি ও বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে...