কুমিল্লায় লবণের ট্রাকে করে ইয়াবা পাচারের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং তার সহযোগীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। মামলার প্রধান আসামি ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে সহযোগী আসামি মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র...