রাজধানীতে দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টার পর বৃষ্টি কমে গেলেও বিরতি দিয়ে বিকেল ৫টা ১০ মিনিট থেকে ফের বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত ও মেঘের গর্জন। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, বৃষ্টি শুরুর পর অনেকেই ভিজে গন্তব্যে যেতে বাধ্য হন। অনেকে আবার বৃষ্টির হাত থেকে বাঁচতে মেট্রো স্টেশন কিংবা রাস্তার পাশে আশ্রয় নেন। রাজধানীর কারওরান বাজার এলাকায় দেখা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কেউ রিকশা আবার কেউ বাসের জন্য দাঁড়িয়ে আছেন। কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অপেক্ষারত একজন...