‘আমার সন্তান হত্যার বিচার চেয়ে আমি নিজেই সাভার থানায় মামলা করেছি। ট্রাইব্যুনালে দিয়েছি অভিযোগ। যাকে চিনি না জানি না, সে কেন আমার শহীদ সন্তানকে ভিকটিম বানিয়ে ১২ মাস পর আদালতে অভিযোগ দেবে? যে অভিযোগে মৃত্যুর তারিখ, সময় ও ঘটনাস্থল—সবই মিথ্যা। এটা মনে হচ্ছে একটি ষড়যন্ত্র।’ এভাবেই কথাগুলো বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছায়াদ মাহমুদ খানের বাবা বাহাদুর খাঁ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানাধীন ধল্লা এলাকায় বসেই এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন। গত বছরের ২০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন সাভার নিউমার্কেটের দক্ষিণ-পূর্ব দিকের চাপাইন সড়কে গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছায়াদ মাহমুদ খান। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছায়াদ মাহমুদ খান জাবাল-ই-নুর দাখিল মাদরাসার ছাত্র ছিল।...