নীলফামারীর সৈয়দপুরে দোকান ও গোডাউন ঘর দখলের অভিযোগ উঠেছে উপজেলার বাঙালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিসিক শিল্পনগরীতে নিজের কারখানায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আমিনুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার বাঙালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে আমিনুল সুপার মার্কেট নামে তার একটা প্রতিষ্ঠান রয়েছে। তিনি ২০১১ সালে জমি কিনে সেখানে মার্কেটটি নির্মাণ করেন। মার্কেটটিতে ‘আরিফ ট্রেডার্স’ নামের বিসিআইসি সার ডিলার ব্যবসার বিক্রয় কেন্দ্র ও গোডাউন রয়েছে। বাকি দোকানগুলো ভাড়ায় দেওয়া আছে। এছাড়াও মার্কেটের পিছনে কয়েক শতক ফাঁকা জায়গাও আছে। তিনি আরও জানান, ছাত্র-জনতার গণঅভুত্থ্যাণের পর থেকে রেজাউল খান তার মার্কেটসহ ফাঁকা জায়গাটি দখল করার ষড়যন্ত্র করে আসছিলেন। অবশেষে গত ২৬ সেপ্টেম্বর সকালে রেজাউল তার দলবল...