দীর্ঘ ২৪ বছর পর জননিরাপত্তা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাগেরহাট-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর সবুরের আদালতে হাজির হয়ে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। পরে পূর্ণাঙ্গ শুনানি শেষে সেলিমসহ মোট ১৩ জনকে এই মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আদালত সূত্র জানায়, ২০০১ সালে রেলরোড সংলগ্ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমসহ ৩০-৩৫ জনের নামে জননিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। পরবর্তীতে পুলিশ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, জননিরাপত্তা আইনের এই মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে স্থগিত অবস্থায় ছিল। অতিরিক্ত দায়রা জজ আদালত-১ আজ পূর্ণাঙ্গ শুনানি...