এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাটের ঘটনায় একাধিক তদন্ত চলছে বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল নিয়ে বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো নামে-বেনামে লুটপাট করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক। দুদক মহাপরিচালক বলেন, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুদক। যাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটশ জারির জন্য পাঠানো হয়েছে, তা যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, ৫৩...