জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের শিকার ক্ষতিগ্রস্থরা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পোল্যাকান্দি মধ্যপাড়া এলাকায় ভাঙন কবলিত ব্রহ্মপুত্র নদের পাড়ে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ অন্যান্য নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে স্থানীয় ভূক্তভোগীরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে ভাঙনের কবলে ক্ষতিগ্রস্থ আ.ন.ম মুসা আলমের সভাপতিত্বে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য হাসমত আলী, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুন নবী উজ্জল, পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী, দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে মানুষ নি:স্ব হয়ে গেলেও সরকার কোন ব্যবস্থা নিচ্ছেনা। ইতিমধ্যেই উপজেলার পোল্যাকান্দি মধ্যপাড়া, ফারাজীপাড়া, সরদারপাড়া, বাহাদুরাবাদ এলাকার বহু বসতি ও স্থাপনাসমূহ বিলীন হয়ে গেছে, অনেক স্থাপনা...