বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসরা পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্ট্রি গ্রামের বদিউজ্জামানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, সোমবার রাত আটটার দিকে রিপন তার ভাড়ায় চালিত ইজি বাইকে তিনজন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে আমরা পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে আমরা শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এসে জানতে...