ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলায় প্রতি বছরই বসে অনন্য এক বাজার, যেখানে নারী বা কনের পরিবারের লোকেরা টাকার বিনিময়ে মনের মতো বর বেছে নেন। স্থানীয়ভাবে এই বাজারকে ‘বরের বাজার’ বা ‘সৌরথ সভা’ বলা হয়। জানা গেছে, এই বাজার বছরের একটি নির্দিষ্ট সময়ে জেলা ভ্রমণকেন্দ্রের একটি বাগানে বসে এবং প্রায় নয় দিন ধরে চলে। মৈথিলী ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষরা বরের ভূমিকায় লাইনে দাঁড়ান। বরের শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সামাজিক পরিচয় এবং সাজ-পোশাকের ওপর ভিত্তি করে তাদের মূল্য নির্ধারণ করা হয়। যদি কোনো নারী বরের সঙ্গে বিয়ে করতে সম্মতি দেন, তবে তার পরিবার নির্ধারিত টাকার বিনিময়ে বরকে কিনে নেন এবং এরপর বরের পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় ইতিহাস অনুযায়ী, এই বাজার চালু করেছিলেন কর্ণাট রাজবংশের রাজা হরি সিংহ। তার মূল উদ্দেশ্য...