এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ফাইনালের দ্বারপ্রান্তে গিয়েও ব্যাটিং ব্যর্থতায় হতাশ হতে হয়েছে টাইগারদের। এই ব্যর্থতা ও নিজের চোট দুটি কারণে ভীষণ কষ্টে রয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ফাইনালে খেলতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ লিটনের না খেলতে পারা দলকে ভুগিয়েছে সবচেয়ে বেশি। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সাইড স্ট্রেইনের কারণে মাঠে নামতে পারেননি তিনি। তার নেতৃত্ব, কিপিং আর ব্যাটিং সবকিছুর ঘাটতি টের পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই...