বিশ্বজুড়ে সমুদ্র ও নৌযাত্রাকে ঘিরে রয়েছে নানা রহস্য। এর মধ্যে অন্যতম রহস্যময় ঘটনা হলো ফ্লাইং ডাচম্যান শিপ, একটি জাহাজ যা ধারণা করা হয় অভিশপ্ত। সামুদ্রিক লোককথা অনুযায়ী, এই জাহাজটিকে যারা দেখেছেন, তাদের জীবন বা জাহাজের জন্য তা মারাত্মক বিপদের পূর্বাভাস বহন করে। জাহাজটির ইতিহাসের তথ্য অনুসারে, ১৬৪১ সালে ক্যাপ্টেন হেনরিক ভ্যান ডি ডেকেন (ডাচম্যান নামেও পরিচিত) তার জাহাজ নিয়ে হল্যান্ড থেকে ইস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। ফেরার পথে জাহাজটি সাইক্লোন ও বিপজ্জনক উপকূলীয় পরিবেশের মধ্যে পড়ে। নাবিকদের প্রতিকূলতার মুখোমুখি করেও ক্যাপ্টেন জাহাজ থামাননি এবং পরিস্থিতির বিরোধিতা করা নাবিকদের সমুদ্রে ফেলে দেন। এই নৃশংস ঘটনার পর থেকে জাহাজটির ভাগ্য অজানা রয়ে গেছে। সমুদ্রের কোন অংশে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। অনেক নাবিক ও ইতিহাসবিদ বিশ্বাস করেন, ঈশ্বরের অভিশাপের কারণে ফ্লাইং...