গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বিএনপির এক কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন। এসময় তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। তিনি বলেন, এ আসনের জনগণের সেবা ও উন্নয়নী হবে আমার প্রধান অঙ্গীকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনাসহ ভোটাধিকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিতকরণ করা হবে। এমপি প্রার্থী বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে শ্রমিকদের নূন্যতম বেতন ৩০ হাজার টাকা করার জন্য সংসদে প্রথম অধিবেশনে প্রস্তাব রাখবেন। এছাড়াও শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, সমাজের অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকারসহ সমাজের...