ব্যাটিংয়ে রান খরা কাটিয়ে প্রায় দুই বছর পরে গত বছর জাতীয় দলে ফিরেছিলেন শারমিন আক্তার সুপ্তা। যদি প্রশ্ন করা হয়, এই সময়ে জাতীয় দলে ধারবাহিক পারফর্মার কারা? সেই তালিকায় উপরের নামটাই হবে শারমিনের। প্রত্যাবর্তনের পর থেকেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে শারমিনের একটি আক্ষেপও আছে। গত নভেম্বরে জাতীয় দলে ফেরার পরে দুবার সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরেছিলেন ৮৯ বলে ৯৬ রান করে। এরপর চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকেন ৯৪ রানে। এর বাইরে আরও তিনবার ছুঁয়েছেন হাফ সেঞ্চুরি। দুবার ফিরেছেন হাফসেঞ্চুরির কাছে গিয়ে। প্রত্যাবর্তনের পরে টপঅর্ডারে নিজেকে ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শারমিন। প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। জাতীয় দলে ফেরার পরে ১১ ম্যাচে মাঠে নেমেছেন শারমিন। এই ১১...