একবার-দুবার নয়, এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা তিনবার হেরেছে পাকিস্তান। এর মধ্যে ফাইনালের হারটি নিশ্চয়ই সবচেয়ে বেশি পীড়াদায়ক। সে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটের হারে শিরোপা হাতছাড়া হয় সালমান আগাদের। এশিয়া কাপ ফাইনালে হারের পর নিজেদের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বড় এক দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সায়েদ ক্রিকেটারদের জানিয়েছেন, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো (ফ্র্যাঞ্চাইজি) লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র স্থগিত করা হলো। এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগপর্যন্ত।’ তবে ঠিক কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যা মেলেনি। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, পিসিবি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এনওসি নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। তবে শর্তগুলো...