নরসিংদীর মনোহরদীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে। আজ তার নিজ এলাকা নরসিংদীর মনোহরদী উপজেলার ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে বেলা ১১টায় শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের দ্বিতীয় নামাজে জানাজায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি...