বাগআঁচড়া (যশোর) প্রতিনিধ:যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোছাঃ আঞ্জয়ারা খাতুন (শিমুল) নামে এক নারীকে এলোপাতাড়ি ভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে তারই আপন ভাই সেই কথিত মানবাধিকার পরিচয় দানকারী আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড সাত’মাইল গ্রামে ঘটনাটি ঘটে। এঘটনায় ঐ দিন সন্ধ্যায় ভিকটিম আঞ্জয়ারা বাদী হয়ে আসাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আঞ্জয়ারা খাতুন শিমুল ও আসাদুজ্জামান আসাদ আপন ভাই বোন। আনুমানিক গত দুই বছর আগে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আসাদের কাছে ১০ লক্ষ টাকা দেয় আঞ্জয়ারা। কিন্তু বিদেশে নিয়ে যেতে না পারায় উক্ত টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বোন আঞ্জয়াকে এলোপাতাড়ি...