টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে জানিয়েছেন গ্রুপটির প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সম্প্রতি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর করেন তিনি। যা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি টেলিনরের আন্তরিক প্রতিশ্রুতির প্রতিফলন। বেনেডিক্টের প্রথম গন্তব্য ছিল মার্কেট; যেখানে তিনি পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন। তিনি...