জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোটসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট ছাড়াও আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই-অগাস্টের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী...