ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুনদের শুরুতে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত। যাদের ইউটিউব চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট আপলোড করার অভিজ্ঞতা আছে, তারা সেই প্ল্যাটফর্মের লিংক শেয়ার করে নতুন প্রোফাইল বা পেজ থেকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ১. প্রথমে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার সক্রিয় লিংকটি কপি করুন। ২. ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড-এ যান। ৩. সেখান থেকে Monetization অপশনে গিয়ে I’m interested নির্বাচন করুন। ৪. নির্ধারিত ফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের তথ্য ও সোশ্যাল মিডিয়ার লিংক জমা দিন। ফেসবুক কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে আবেদনটি পর্যালোচনা করবে এবং...