ঢাকা: পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৮০০ কোটি টাকার এবং ব্র্যাক ব্যাংক পিএলসি ১ হাজার কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে।ট্রাস্ট ব্যাংকরেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যুক্ত করে বন্ডটির ক্যুপন রেট নির্ধারণ করা হবে। এটি একটি আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট ভিত্তিক সাব-অর্ডিনেট বন্ড, যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। আলোচিত বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।ইউসিবি ব্যাংকজানা গেছে, রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ করে বন্ডটির ক্যুপন...