দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের সুযোগ ঘোষণা করেছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫। মাস্টার্স শিক্ষার্থীরা মাসে ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন ভাতা পাবেন। পিএইচডি শিক্ষার্থীরা মাসে ১৯ লাখ উন পর্যন্ত সুবিধা পাবেন। স্বাস্থ্যবিমা, মেডিকেল চেকআপ, কাউন্সেলিং, ই-লাইব্রেরি সুবিধা। প্রতি বছর প্রায় ৩০০ শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেওয়া হয়। এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা বৃত্তি, যা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ করে দেয়। মাস্টার্সে ভর্তির জন্য স্নাতক এবং...