যশোর জেলা বিএনপি আয়োজিত 'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা, দেশ পূর্ণগঠনে ওলামা-মশায়েখদের করনীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। বিএনপি বিশ্বাস করে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে আলেম-ওলামাদের রক্তে ঝরেছিল। দেশের আলেম সমাজের প্রতি এই কৃতজ্ঞতা বোধ বিএনপির মধ্যে রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতো। দাড়ি এবং টুপি পরাটাও যেন অপরাধ...