ইন্টারনেটের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব আজ কোটি কোটি মানুষের প্রতিদিনের বিনোদন, তথ্য আর শেখার ভরসা। ২০০৫ এর ১৪ ফেব্রুয়ারি প্ল্যাটফর্মটির সূচনা হয়েছিল, সেই দিনেই তিন সাবেক পেপাল কর্মী স্টিভ চেন, চ্যাড হার্লি আর জাভেদ করিম একত্র হয়ে ঠিক করেছিলেন নাম ‘ইউটিউব’। করিম পরে বলেছিলেন, “১৪ ফেব্রুয়ারিই ছিল ইউটিউবের কাজ শুরু হওয়ার দিন।” সেদিনই ডোমেইন নামটি রেজিস্ট্রেশন হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, যে ইউটিউবকে আজ আমরা জানি সেটি প্রতিষ্ঠাতাদের প্রাথমিক ভাবনা ছিল না। ইউটিউব শুরু হয়েছিল একটি অনলাইন ডেটিং সাইট হিসেবে। হ্যাঁ, প্রথম দিকে ইউটিউবের উদ্দেশ্যই ছিল মানুষকে ভিডিওর মাধ্যমে একে অপরের সঙ্গে ডেটিংয়ে যুক্ত করা। ইন্টারনেট আর্কাইভের ওয়েব্যাক মেশিনে গিয়ে ২০০৫ সালের এপ্রিল মাসের প্রথম আর্কাইভ দেখলেই বোঝা যায় বিষয়টি। প্রযুক্তি সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে লগইন সেকশনের নিচেই...