বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিগত সময়ে একটি দল ধর্মীয় বিবেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা হাসিল করত। ৫ আগস্টের পর ধর্মীয় কোনো বিভেদ সৃষ্টি হয়নি, তবে একটি পক্ষ এখনো দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা খিদিরপারা ইউনিয়নের পিংরাইল পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা করেন।আব্দুস সালাম আজাদ বলেন, আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এ বিভেদ থাকবে না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ধর্ম যার যার, বাংলাদেশ সবার।এ সময় উপস্থিত...