নিজস্ব প্রতিবেদক: জস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটি আগের অর্থবছর (২০২৪)-এর ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড-এর তুলনায় কিছুটা বেশি। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছর-এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানির ঘোষিত আর্থিক ফলাফল অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস)-এ সামান্য কমতি দেখা গেলেও, ক্যাশ প্রবাহে এসেছে উল্লেখযোগ্য উন্নতি: • শেয়ারপ্রতি আয় (ইপিএস): সমাপ্ত অর্থবছর-এ কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা। এটি আগের বছর (২০২৪)-এর ২১ টাকা ৪৬ পয়সা-এর তুলনায় সামান্য কম। • শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস): নগদ প্রবাহ ও সম্পদ মূল্যে বড় ধরনের উন্নতি হয়েছে। সমাপ্ত অর্থবছর-এ...