আজ (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পডকাস্ট দিবস উপলক্ষে চলুন ভেবে দেখি কীভাবে পাল্টে গেলো আমাদের শোনার অভ্যাস। পডকাস্ট জিনিসটার বয়স খুব বেশি না। কুড়িও পেরোয়নি এখনো। ২০০৪ সালে এমটিভির প্রাক্তন ভিডিও জকি অ্যাডাম কারি আর সফটওয়্যার ডেভেলপার ডেভ উইনার এমন এক প্রযুক্তি তৈরি করেন, যাতে আরএসএস ফিডের মাধ্যমে অডিও ফাইল সাবস্ক্রাইব করে শোনা যায়। পরে ২০০৫ সালে অ্যাপল যখন আইটিউনস্-এ পডকাস্ট যুক্ত করে, তখনই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তখনই জন্ম নিল পডকাস্ট শব্দটি। আইপডের ‘পড’ আর ব্রডকাস্টের ‘কাস্ট’ মিলে হয়ে গেল পডকাস্ট। তবে ২০১৪ সালে ক্রাইম সিরিজ ‘সিরিয়াল’ এলো এক বড় বাঁক বদল নিয়ে, আর সেখান থেকেই মূলধারায় ঢুকে গেল পডকাস্ট। আগে মানুষকে নির্দিষ্ট সময়ে রেডিও চালাতে হতো অনুষ্ঠান শোনার জন্য। এখন আর সময়ের বাঁধন নেই। বাসে, ট্রেনে, হাঁটার সময় কিংবা রান্নাঘরে...