এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে ঝড়ো বৃষ্টির কারণে মাঠের অনুশীলন ঠিকঠাক হলে তো? এরই ফাঁকে জাতীয় দলের গোলকিপার মিতুল মারমা নিজ দল ছাড়াও খাগড়াছড়িতে সৃষ্ট ঘটনা নিয়ে কথা বলেছেন। পাহাড়ে অস্থিরতা নিয়ে মিতুল শুরুতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শুধু পাহাড় না, যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা নিয়ে লিখেছিলাম। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনও জায়গায় এমনটা হওয়া উচিত না। যার কারণে স্ট্যাটাস দেওয়া। আমরা সবাই বাংলাদেশি, এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভালো।’ বর্তমান দলে ২৯ জন খেলোয়াড়। প্রতিদ্বন্দ্বিতাও বেশি। মিতুল চোটের কারণে নেপালের বিপক্ষে খেলতে পারেননি। হংকং ম্যাচে পাখির চোখ রেখেছেন। মিতুল বলেছেন, ‘নেপালের বিপক্ষে যেহেতু খেলতে পারিনি,...