অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি বেড়েছে। আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন তা দেড়-দুই টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও সক্রিয় রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক সরকার ও রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি আরও বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড়-দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ এতে জড়িয়েছে। যারা চাঁদাবাজি...