চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। আজ মঙ্গলবার সংস্থার হালনাগাদ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। সংস্থাটি বলছে, রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি-এই চার কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে। যার প্রভাব পড়ছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। গেল অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। যা গত দুই দশকের সর্বনিম্ন। বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আশার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটির প্রতিবেদন বলছে, চলতি বছর শেষে প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ, যা অর্থবছর শেষে ৫ শতাংশে বৃদ্ধি পাবে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে উঠে এসেছে, দেশের পোশাক রপ্তানি এখন স্থিতিশীল রয়েছে। তবুও প্রবৃদ্ধিতে ধীরগতির মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন। এডিবির মতে, প্রতিযোগিতা বৃদ্ধি এবং...