নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে কয়েক সপ্তাহ আগে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশব্যাপী টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। নেটব্লকস নামের একটি ইন্টারনেট নজরদারি সংস্থা জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে। সংস্থাটির মতে, দেশের ইন্টারনেট সংযোগ মাত্র ১ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। কাবুলসহ দেশজুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি সংযোগ মারাত্মকভাবে ব্যাহত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আফগানিস্তানে থাকা অফিসগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন। টু-জি ছাড়া থ্রি-জি ও ফোর-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আফগানিস্তানের বেসরকারি চ্যানেল টোলো নিউজ জানিয়েছে, সরকার এক সপ্তাহের মধ্যে মোবাইল থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, তালেবান অতীতে অনলাইন পর্নোগ্রাফি ও ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ...