বগুড়ার নন্দীগ্রামে জঙ্গল থেকে রিপন আকন্দ (৪৫) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার নুন্দহ মাদ্রাসার পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন আকন্দ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি এলাকার বদিউজ্জামানের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশের জঙ্গলে লাশ দেখে পুলিশে খবর দেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে বলে ধারণা করা হচ্ছে। হত্যা ও ছিনতাই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ছায়া তদন্তে নেমেছে পুলিশ, র্যাব, গোয়েন্দা, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের স্বজনরা জানান, রিপন রাতভর ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ...