বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও সাবেক বানিজ্য উপদেষ্ঠা বরকত উল্যাহ বুলু বলেছেন, ধর্মীয় উগ্রবাদী কোন গোষ্ঠিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে সতর্কতার সহিত সবাইকে ভোট প্রদান করতে হবে। তিনি গত গত রোববার রাতে শারদীয় দূর্গা পূজা উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেগমগঞ্জের টঙ্গীরপাড় রক্ষাকালী মন্দির ত্রি-শক্তি দূর্গাপূজার মন্ডপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ত্রিশক্তি পূজা মন্ডপ কমিটির সভাপতি সমীর কর্মকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস। এ সময় বরকত উল্যা বুলু আরো বলেন, বাংলাদেশে মরহুম জিয়াউর রহমানের...