দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ সিজন ২-এর দ্বিতীয় গান।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি এবং বুলবুল আহমেদ অভিনীত দেবদাস চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’। গানটি নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে হাজির হয়েছে।এটি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।সিজন ২-এর ৬টি গানে কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা। এর আগে বুল্বুল আহমেদের জন্মদিন উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত সিজন ২ -এর প্রথম গান সঞ্জিনী চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এলো’। গানটি এরই মধ্যে দর্শকের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।মহানায়কের গান সিজন ২-এর বিশেষ আয়োজনে হাজার মনের কাছে প্রশ্ন রেখে, জন্ম থেকে জ্বলছি মাগো, আবার দুজনে দেখা হলো এবং দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় গানগুলো থাকছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর...