সংযুক্ত আরব আমিরাতে নতুন ৪ ভিসা চালু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন, ইভেন্ট, ক্রুজ শিপ ও অবকাশযাপন নৌযান খাতের বিশেষজ্ঞ ও পর্যটকদের আকৃষ্ট করতে এসব নতুন ভিজিট ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এসব ভিসা চালুর পাশাপাশি বেশ কিছু বিদ্যমান ভিসার শর্ত ও নিয়মও হালনাগাদ করেছে। এই ভিসা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞদের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিক যাত্রার অনুমতি পাওয়া যাবে। এর জন্য স্পন্সর বা হোস্টের পক্ষ থেকে একটি চিঠি জমা দিতে হবে, যা অবশ্যই প্রযুক্তি খাতে নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে। বিদেশিদের জন্য স্বল্পমেয়াদি এই ভিসা বিনোদনমূলক কাজে অংশগ্রহণের উদ্দেশ্যে দেওয়া হবে। ফেস্টিভ্যাল, প্রদর্শনী, সম্মেলন, সেমিনার বা অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া, ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে...